Correct Answer: Option D
পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক।
রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরার নাম ঘোষণা করে। এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions