The term 'Stream of Consciousness' is most famously associated with which modernist writer?
Solution
Correct Answer: Option A
- "Stream of Consciousness" বলতে বুঝানো হয় এমন একটি সাহিত্যিক ধারনা যার মাধ্যমে একজন লেখক চরিত্রের মনের ভাবনা, অনুভূতি এবং স্মৃতির অবিচ্ছিন্ন প্রবাহ ধরা চেষ্টা করেন।
- এই পদ্ধতিতে গল্পের বর্ণনা সাধারণ লিনিয়ার ধারার বাইরে গিয়ে মানুষের মনের জটিলতা ও অসংলগ্ন চিন্তার প্রক্ষেপণ ঘটায়।
- Virginia Woolf এই প্রযুক্তির অন্যতম সর্বাধিক পরিচিত ব্যবহারকারী ছিলেন।
- তাঁর জনপ্রিয় উপন্যাস যেমন Mrs. Dalloway ও To the Lighthouse এই ধারার অসাধারণ উদাহরণ।