The character 'Big Brother' is from which dystopian novel?
Solution
Correct Answer: Option C
'Big Brother' হলেন জর্জ অরওয়েলের বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯)-এর কাল্পনিক রাষ্ট্র ওশেনিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী এবং রহস্যময় একনায়ক।
- "Big Brother is watching you" (বড় ভাই আপনাকে দেখছেন) প্রবাদটি গণনজরদারি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে।
- এই চরিত্রটি চূড়ান্ত নিয়ন্ত্রণের প্রতীক, যেখানে মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনাও রাষ্ট্রের নজরদারির অধীনে থাকে।