ঢাকা থেকে যশোরের দূরত্ব ১৮৫ মাইল। যশোর থেকে একটি বাস ২ ঘন্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?
A ১০০ মিঃ
B ১০২ মিঃ
C ১০৪ মিঃ
D ১০৬ মিঃ
Solution
Correct Answer: Option B
বাসটি ৫০ মাইল যায় ১ ঘন্টায়
∴ ১৮৫ মাইল যায় = ১৮৫×১/৫০ ঘন্টায়
অর্থ্যাৎ, ১৮৫×৬০/৫০ মিনিট = ২২২ মিনিট
পরবর্তী ১০০ মাইল যেতে হবে ২২২ - ১২০ = ১০২ মিনিটে