ENIAC কম্পিউটার প্রতি সেকেন্ডে কত যোগ করতে পারত?
Solution
Correct Answer: Option A
প্রথম প্রজন্মের কম্পিউটারগুলাে হলাে সর্বপ্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার । প্রথম প্রজন্মের কম্পিটারে বায়ুশূন্য ভাল্ব ব্যবহার করা হত। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার- এনিয়াক। এটি দশমিক পদ্ধতিতে কাজ করত। এনিয়াক কম্পিউটার চালানাের জন্য প্রতি ঘণ্টায় বিদ্যুৎ শক্তি ব্যয়িত হতাে ১৫০ কিলােওয়াট । এটি দ্বারা প্রতি সেকেন্ডে ৫০০০ যােগ অথবা ৩৫০টি গুণ করা যেত। জন মশলি ও প্রেসপার একার্ট ১৯৪৬ খ্রিস্টাব্দে একটি কোম্পানি গঠন করেন এবং ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম ইউনিভ্যাক-১ (UNIVAC-1) কম্পিউটার তৈরি করেন। ইউনিভ্যাকই ছিল প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার। ১৯৫২ খ্রিস্টাব্দে IBM-701 এবং IBM-650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ও বাজারজাত হয়।