Terracotta art was a prominent feature of the temples and viharas built during which period in ancient Bengal?
Solution
Correct Answer: Option C
- 'Terracotta' বা পোড়ামাটির শিল্পকর্ম প্রাচীন বাংলার স্থাপত্যের একটি অনন্য বৈশিষ্ট্য।
- এই শিল্পকলার সবচেয়ে ব্যাপক ও সুন্দর ব্যবহার দেখা যায় পাল শাসনামলে নির্মিত মন্দির এবং বৌদ্ধবিহারগুলোতে।
- বিশেষ করে, পাহাড়পুরের সোমপুর মহাবিহারের দেয়ালে লাগানো হাজার হাজার পোড়ামাটির ফলক পাল যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন।
- এই ফলকগুলোতে তৎকালীন মানুষের সামাজিক জীবন, ধর্মীয় কাহিনী এবং জীবজন্তুর ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
- পাল শাসনামলের পুরাকীর্তি ‘জগদ্দল বিহার' রাজা রামপাল কর্তৃক নির্মিত।
- এটি নওগাঁ জেলায় অবস্থিত। অন্যদিকে ( শালবন বিহার (সর্বপ্রাচীন) ও ভাসুবিহার অবস্থিত যথাক্রমে কুমিল্লার ময়নামতি ও বগুড়ার শিবগঞ্জে ।