The ancient Janapada of 'Varendra' was located in which present-day region of Bangladesh?
A Greater Bogura, Rangpur, and Dinajpur
B Cumilla-Noakhali region
C Dhaka and Faridpur regions
D Coastal areas of Chattogram
Solution
Correct Answer: Option A
- প্রাচীন বাংলার বরেন্দ্র জনপদটি বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ নিয়ে গঠিত ছিল।
- করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়।
- এই বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত।
- প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- বর্তমানে, এটি দ্বারা রাজশাহী অঞ্চলকে বোঝানো হয়।