কম বল প্রয়োগে অধিক কাজ করা যায় কোনটির মাধ্যমে?
A হাতপাখা
B মোটরসাইকেল
C লিভার
D জেনারেটর
Solution
Correct Answer: Option C
- লিভার হলো একটি সরল যন্ত্র যা একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে সহজেই ঘুরতে বা দুলতে পারে।
- ওই বিন্দুটিকে বলে ফালক্রাম।
- লিভারের সাহায্যে বড় বড় ভারী জিনিস বা বাধাকে অল্প বলপ্রয়োগে তোলা বা অতিক্রম করা যেতে পারে।