Degree তিন প্রকার । যথা-
a.positive degree.
b.comparative degree.
c. superlative degree.
Superlative degree:সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
finest=superlative degree
finer=comparative degree
fine=positive degree.
সমগ্র জাতি ( সমগ্র গোলাপ ) বুঝাতে singular noun এর পূর্বে
the বসে । superlative degree এর পূর্বে
the বসে । কোন countable noun এর পূর্বে
all বসলে noun টি
plural হয়ে থাকে ।
The rose is the finest of all flowers .= সব ফুলের মধ্যে গোলাপ সবচেয়ে সুন্দর ।