'আছ তুমি জগৎ মাঝারে'- এখানে 'মাঝারে' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- যেমন: আছ প্রভু তুমি জগৎ মাঝারে।
- প্রদত্ত উদাহরণটিতে 'মাঝারে' অনুসর্গটি 'ব্যাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত 'মাঝার' অনুসর্গটি পদ্যে ব্যবহৃত হয়। 'মধ্যে' অর্থে ব্যবহৃত শব্দ- 'সীমার মাঝে, অসীম, তুমি / বাজাও আপন সুর।'