ড. মুহম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কতভাগে ভাগ করেছেন?

A

B

C

D

Solution

Correct Answer: Option C

- বাংলা ব্যাকরণ সম্পর্কে 'বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৬) গ্রন্থে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন, 'যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।'
- এ গ্রন্থে তিনি বাংলা ব্যাকরণের পরিধিকে ৫ ভাগে ভাগ করেছেন।
- যথা: ধ্বনি প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, ছন্দ প্রকরণ ও অলংকার প্রকরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions