'অনুতাপ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কি?

A ক্ষুদ্রতাপ

B তাপের অনু

C অনুরূপ তাপ

D অনুতে যে তাপ

Solution

Correct Answer: Option D

- পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে।
- প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস।
যেমন:
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ,
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পশ্চাৎ তাপ = অনুতাপ (অব্যয়ীভাব সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions