Solution
Correct Answer: Option B
- পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি (কে, রে, ব্যাপিয়া) লোপ পেয়ে যে সমাস হয়, তাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
- ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
- যেমন: জীবন ব্যাপিয়া আনন্দ = জীবনানন্দ ।
- ভিক্ষার অভাব দুর্ভিক্ষ (অব্যয়ীভাব সমাস); ত্রি ভুবনের সমাহার = ত্রিভুবন (দ্বিগু সমাস); সু (সুন্দর) মুখ যার = সুমুখী (বহুব্রীহি সমাস)।