The largest pyramid of the world is located in -
A Peru
B Egypt
C Mexico
D Nijeria
Solution
Correct Answer: Option C
- ‘চোলুলার গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড।
- এটি মেক্সিকোতে অবস্থিত।
- এর উচ্চতা ২১৭ ফুট।
- এর আয়তন ১৫৭ মিলিয়ন ঘনফুট।
- আজটেকদের তত্ত্বাবধানে আনুমানিক ৩০০ থেকে ৭০০ খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি করা হয়।
- আর উচ্চতা অনুসারে বিশ্বের বড় পিরামিড মিশরের গিজার পিরামিড। এর উচ্চতা ৪৮১ ফুট।