একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে ?
A টেনে নেয়া ব্যক্তির
B ঠেলে নেয়া ব্যক্তির
C দু'জনের সমান কষ্ট হবে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
- ঠেলে নেয়া ব্যক্তির বেশি কষ্ট হবে।
- লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।