হাসান সিফাতকে বললো 'আমার বাবার মায়ের মেয়ের একমাত্র ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল'. হাসান কার সাথে দেখা করেছিল?
A দাদা
B ভাতিজা
C বাবা
D ভাই
Solution
Correct Answer: Option C
হাসানের বাবার মায়ের মেয়ে হাসানের ফুফু।
হাসানের ফুফুর একমাত্র ভাই হাসানের বাবা।
অর্থাৎ, গতকাল হাসান তার বাবার সাথে দেখা করেছিল।