রহিম ২০ মিটার উত্তর দিকে হাঁটার পর বাম দিকে ঘুরে ৫ মিটার হাঁটলো, তারপর ডানে ঘুরে ১৫ মিটার হাঁটলো, আবারো ডানে ঘুরে ৫ মিটার হাঁটলো , যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে রহিমের অবস্থান?
A ১৫ মিটার
B ৩৫ মিটার
C ২০ মিটার
D ৫ মিটার
Solution
Correct Answer: Option B
রহিম প্রথমে বামে ৫ মিটার এবং পরে ডানে ৫ মিটার হাটার কারণে এই দূরত্বগুলো যাত্রা শুরুর স্থান থেকে রহিমের অবস্থান নির্ণয়ের জন্য প্রয়োজন নয়।
সুতরাং, যাত্রা শুরুর স্থান থেকে রহিমের অবস্থান = ২০ + ১৫ = ৩৫ মিটার