ছাত্রদের সারিতে কামাল বামদিক থেকে ২০তম এবং ডানদিক থেকে ১৬তম। ঐ সারিতে কতজন ছাত্র আছে ?
Solution
Correct Answer: Option D
বামদিক থেকে ২০তম , অর্থাৎ তার বামদিকে ১৯ জন ছাত্র আছে ।
ডানদিক থেকে ১৬তম , অর্থাৎ তার ডানদিকে ১৫ জন ছাত্র রয়েছে।
∴ মোট ছাত্র = ১৯ + ১৫ + ১ = ৩৫জন