x ও y দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। নিচের কোনটি জোড় সংখ্যা?
Solution
Correct Answer: Option A
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় বিজোড় হয়। যেমনঃ ৪ + ৫ =৯ , ৭ + ৮ = ১৫
ফলে x + y একটি বিজোড় সংখ্যা।
বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে তা বিজোড় হয়। ফলে x + y + 2 একটি বিজোড় সংখ্যা।
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় জোড় হয়। যেমনঃ ২ × ৩ =৬ , ৫ × ৬ = ৩০
ফলে xy একটি জোড় সংখ্যা।