Solution
Correct Answer: Option D
- জন ডান একজন মেটাফিজিক্যাল বা অধিবিদ্যক কবি হিসেবে পরিচিত।
- মেটাফিজিক্যাল কবিরা তাদের কবিতায় বুদ্ধিবৃত্তিক এবং দার্শনিক বিষয়বস্তু ব্যবহার করতেন।
- তারা প্রায় 'কনসিট' (conceit) বা দূরবর্তী তুলনা ব্যবহার করতেন, যা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের মধ্যে একটি আশ্চর্যজনক সাদৃশ্য তৈরি করে।
- জন ডানকে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে প্রধান হিসেবে বিবেচনা করা হয়।
- তাঁর কবিতায় প্রেম, ধর্ম এবং মৃত্যুকে অত্যন্ত গভীর ও বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।