একটি ক্লাসে সুমনের অবস্থান ৫০ জনের মধ্যে ৫ম, নিচের দিক থেকে তার অবস্থান কত?
Solution
Correct Answer: Option C
প্রথম দিক থেকে সুমনের এর অবস্থান ৫ম যেহেতু ঐ ক্লাসে মোট চাত্র-ছাত্রী আছে ৫০ জন তাহলে নিচের দিক থেকে তার অবস্থান হবে = (৫০-৫) + ১ =৪৬। কারণ ৫০ জন থেকে ৫ জন বাদ দিলে সুমন সহ বাদ পরে, তারমানে নিচ থেকে সুমনের আগে আছে ৪৫ জন এবং সুমন হলো ৪৬তম।