Solution
Correct Answer: Option D
- 'To Daffodils' কবিতাটি সপ্তদশ শতাব্দীর ক্যারোলাইন যুগের (Caroline Period) বিখ্যাত ক্যাভালিয়ার কবি রবার্ট হেরিক (Robert Herrick) লিখেছেন।
- এই কবিতায় ড্যাফোডিল ফুলের স্বল্পস্থায়ী জীবনের সাথে মানুষের ক্ষণস্থায়ী জীবনের তুলনা করা হয়েছে।
সতর্কতা: রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও ড্যাফোডিল নিয়ে একটি বিখ্যাত কবিতা লিখেছেন যার নাম 'I Wandered Lonely as a Cloud' বা সংক্ষেপে 'The Daffodils'। পরীক্ষায় 'To Daffodils' থাকলে উত্তর হবে রবার্ট হেরিক, আর শুধু 'The Daffodils' থাকলে উত্তর হবে ওয়ার্ডসওয়ার্থ।