Which Mughal Emperor is laid to rest in Yangon?
Solution
Correct Answer: Option C
- ২১ এপ্রিল, ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শেষ শাসক দিল্লির সুলতান ইব্রাহীম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন।
- বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট।
- আর বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট ।
- বাহাদুর শাহর আসল নাম আবুল মোজাফ্ফর সিরাজ-আল-দ্বীন মুহাম্মদ বাহাদুর শাহ গাজী।
- তিনি ২৪ অক্টোবর, ১৭৭৫ সালে দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন।
- বাহাদুর শাহ ছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র।
- পিতার ইন্তেকালের পর ২৮ সেপ্টেম্বর, ১৮৩৭ সালে তিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন।
- বাহাদুর শাহ ছিলেন ১৭তম এবং শেষ মুঘল সম্রাট।
- ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে আটক করে ১৮৫৮ সালে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়।
- ৭ নভেম্বর, ১৮৬২ সালে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তারপর মিয়ানমারের ইয়াংগুয়ে তাকে সমাহিত করা হয়।
নোট:
- বাহাদুর শাহ জাফর এবং দ্বিতীয় বাহাদুর শাহ একই ব্যক্তি, আসল নাম আবুল মোজাফ্ফর সিরাজ-আল-দ্বীন মুহাম্মদ বাহাদুর শাহ গাজী। তিনি ছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র।
- অন্যদিকে বাহাদুর শাহ প্রথম এর পুরো নাম মির্জা মুহাম্মদ মুয়াজ্জাম, সাধারণভাবে বাহাদুর শাহ প্রথম এবং শাহ আলম প্রথম নামে পরিচিত, তিনি 1707 থেকে 1712 সাল পর্যন্ত অষ্টম মুঘল সম্রাট ছিলেন। তিনি ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র।