রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্বপরিচয়' বইটি কাকে উৎসর্গ করেন?
A জগদীশচন্দ্র বসু
B মেঘনাদ সাহা
C সি ভি রমন
D সত্যেন্দ্রনাথ বসু
Solution
Correct Answer: Option D
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিজ্ঞানবিষয়ক গ্রন্থ 'বিশ্বপরিচয়' (১৯৩৭)।
- এটি তিনি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন।
- তিনি 'খেয়া' (১৯০৬) গ্রন্থটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন।