A socially intelligent humanoid robot, Sophia, was developed by which of the following country?
A USA
B Hong-Kong
C Japan
D Germany
Solution
Correct Answer: Option B
- সোফিয়া হচ্ছে মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম রোবট।
- এটি তৈরি করেন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স কোম্পানি (জনক ডেভিড হ্যানসন্য)।
- রোবটটি ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন এর আদলে তৈরি।
- ২০১৭ সালে সৌদি আরর রোবটটিকে নাগরিকত্ব প্রদান করে (প্রথম রোবটের নাগরিকত্ব)।
- ৫-৬ ডিসেম্বর, ২০১৭ 'ডিজিটাল রোবট ২০১৭' এ রোবট সোফিয়াকে বাংলাদেশে আনা হয়।