What is the slogan of the Neo-Classical Age?
A Art for Humanity's Sake
B Art for Art's Sake
C Art for God's Sake
D Art for Nature's Sake
Solution
Correct Answer: Option A
- Neo-Classical যুগের লেখকরা মানুষের সমাজ, নৈতিকতা এবং শিক্ষণীয় বিষয়বস্তুর ওপর বেশি গুরুত্ব দিতেন।
- তাঁদের সাহিত্যের মূল উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ ও সমাজের সংস্কার।
- তাই এই যুগের স্লোগান বা মূলমন্ত্র ছিল 'Art for Humanity’s Sake' (মানবতার জন্য শিল্প)।
- অন্যদিকে, রোমান্টিক যুগের স্লোগান ছিল 'Art for Art's Sake' (শিল্পের জন্য শিল্প)।