Solution
Correct Answer: Option A
এখানে প্রতিবার সংখ্যাগুলো ৩ এর গুণিতক। এবং যে বর্ণ গুলো দেওয়া আছে, সেগুলো ইংরেজী বর্ণমালার বিপরীত পাশ থেকে সাজানো।
T→ Q→ N→ K→ H→ E→ ?
কিন্তু এভাবে লিখে হিসেব মেলাতে কষ্ট হবে। তাই বর্ণগুলো ঘুরিয়ে লিখে হিসেব করা সহজ হবে,
?→ E→ H→ K→ N→ Q→ T
যে বর্ণগুলোকে লেখা হয়েছেঃ
?????E ????H ????K ????N ????O ????T
যে বর্ণগুলোকে বাদ দেওয়া হয়েছেঃ
CD FG IJ LK OP RS
এখানে দেখা যাচ্ছে প্রতিবার ২টি করে বর্ণ বাদ দিয়ে পরের বর্ণ লেখা হয়েছে, তাহলে E এর আগের দুটি বর্ণ CD বাদ দিলে তার আগে ছিল B।