Who was the first Muslim invader to conquer Sindh in 712 AD, marking the beginning of Muslim influence in the Indian subcontinent?
A Mahmud of Ghazni
B Muhammad bin Qasim
C Muhammad Ghori
D Qutbuddin Aibak
Solution
Correct Answer: Option B
সিন্ধু বিজয়:
- সিন্ধু বিজয় দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত।
- এই বিজয়ের মধ্য দিয়েই উপমহাদেশে মুসলমানদের আনুষ্ঠানিক আগমন শুরু হয়।
- আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম এবং সিন্ধুর শাসক রাজা দাহির ছিলেন এই ঘটনার মূল ব্যক্তিত্ব।
- প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মুহাম্মদ বিন কাসিম।
আরও কিছু তথ্য
- খলিফা প্রথম ওয়ালিদ এর আমলে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এর উদ্যোগে এবং খলিফার নির্দেশে সিন্ধু অভিযানের ব্যবস্থা করা হয়।
- সাম্রাজ্যের বিস্তার ও অর্থ-সম্পদ অর্জনই ছিল এই অভিযানের প্রধান উদ্দেশ্য।
- মুহাম্মদ বিন কাসিম সুবিশাল বাহিনী নিয়ে সিন্ধু আক্রমণ শুরু করেন।
- তিনি পর্যায়ক্রমে দাইবুল, নীরুন, সিওয়ান ও সিসাম দখল করে অগ্রসর হন উত্তরের দিকে।
- সিন্ধুরাজ দাহির রাওয়ার দুর্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও যুদ্ধে পরাজিত ও নিহত হন।
- রাওয়ার পতনের পর মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী আলোর জয় করেন।
- পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ নগরী মুলতানও মুসলমানদের নিয়ন্ত্রণে আসে।