Which Mughal Emperor was known as 'Alamgir' and reimposed the Jizya tax on non-Muslims?

A Aurangzeb

B Shah Jahan

C Bahadur Shah Zafar

D Farrukhsiyar

Solution

Correct Answer: Option A

- আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) উত্তরাধিকার যুদ্ধে জয়লাভের পর ‘আলমগীর পাদশাহ গাজী’ উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন।
- তাঁর রাজত্বকালে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণে মুগল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে।
- উত্তর-পূর্বে আসাম এবং চট্টগ্রামে মুগল সাম্রাজ্যের বিস্তার ঘটে।
- আওরঙ্গজেব ১২০০ টাকার বিনিময়ে কলকাতাকে জব চার্নকের কাছে বিক্রি করে দেন।
- আওঙ্গজেব বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন।।
- তিনি মীর জুমলাকে ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার করে পাঠান ।
- সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions