Which Mughal Emperor was known as 'Alamgir' and reimposed the Jizya tax on non-Muslims?
Solution
Correct Answer: Option A
- আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) উত্তরাধিকার যুদ্ধে জয়লাভের পর ‘আলমগীর পাদশাহ গাজী’ উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন।
- তাঁর রাজত্বকালে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণে মুগল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে।
- উত্তর-পূর্বে আসাম এবং চট্টগ্রামে মুগল সাম্রাজ্যের বিস্তার ঘটে।
- আওরঙ্গজেব ১২০০ টাকার বিনিময়ে কলকাতাকে জব চার্নকের কাছে বিক্রি করে দেন।
- আওঙ্গজেব বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন।।
- তিনি মীর জুমলাকে ১৬৬০ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার করে পাঠান ।
- সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।