What is the timeframe of 'The Anglo Norman Period'?
Solution
Correct Answer: Option A
- ইংরেজি সাহিত্যের মধ্যযুগকে (The Middle English Period) তিনটি ভাগে ভাগ করা হয়।
- এরমধ্যে প্রথম ভাগটি হলো অ্যাংলো নরম্যান পিরিয়ড (The Anglo Norman Period), যার সময়কাল ১০৬৬ সাল থেকে ১৩৪০ সাল পর্যন্ত।
- ১০৬৬ সালে নরমান বিজয়ের (Norman Conquest) মাধ্যমে এই যুগের সূচনা হয় এবং এই সময়ে ফরাসি ভাষা ও সংস্কৃতির বিশাল প্রভাব ছিল।
- ইংরেজি সাহিত্যের মধ্যযুগের দ্বিতীয় ভাগ হলো চসার যুগ (The Age of Chaucer), যার সময়কাল ১৩৪০ থেকে ১৪০০ সাল পর্যন্ত।
- এবং তৃতীয় ভাগ বা অন্ধকার যুগ (The Dark Age) ১৪০০ থেকে ১৪৮৫ সাল পর্যন্ত বিস্তৃত।
- অন্যদিকে, ৪৫০ থেকে ১০৬৬ সাল পর্যন্ত সময়কালকে প্রাচীন ইংরেজি যুগ (The Old English Period) বলা হয়।