Which era in English Literature is known as the 'Barren Age' or 'Dark Age'?
Solution
Correct Answer: Option C
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১৪০০ থেকে ১৪৮৫ সাল পর্যন্ত সময়কালকে 'Dark Age' বা 'Barren Age' বলা হয়।
- মহান সাহিত্যিক চসারের (Chaucer) মৃত্যুর পর এই সময়কালে উল্লেখ করার মতো কোনো বড় সাহিত্যকর্ম রচিত হয়নি এবং সৃজনশীল সাহিত্য প্রতিভার তীব্র অভাব দেখা দিয়েছিল।
- এই যুগটি মধ্যযুগ (Middle Ages) এবং রেনেসাঁ (Renaissance) যুগের মধ্যবর্তী একটি সময়, যেখানে সাহিত্যের মান ও প্রবাহ ছিল তুলনামূলকভাবে স্থবির।
- এই সময়কালের কিছু উল্লেখযোগ্য সাহিত্যিক হলেন স্যার টমাস ম্যালরি (যিনি *Morte d'Arthur* লিখেছিলেন) এবং জন লিডগেট।
- ১৪০০ সালে জিওফ্রে চসারের মৃত্যুর পর থেকে ১৪৮৫ সালে রাজা সপ্তম হেনরি সিংহাসনে আরোহণ করা পর্যন্ত এই সময়কালটি ব্যপ্ত ছিল।