Who is considered the 'First Poet' of English Literature?

A Cynewulf

B Caedmon

C Geoffrey Chaucer

D The Venerable Bede

Solution

Correct Answer: Option B

- ইংরেজি সাহিত্যের প্রাচীনতম এবং নাম জানা প্রথম কবি হলেন ক্যাডমন (Caedmon)

- তিনি সপ্তম শতাব্দীর একজন অ্যাংলো-স্যাক্সন বা ওল্ড ইংলিশ সময়ের কবি ছিলেন।

- বিখ্যাত 'Hymn of Creation' বা 'সৃষ্টির স্তোত্র' তাঁর রচিত বলেই মনে করা হয়, যা ইংরেজি ভাষার প্রাচীনতম টিকে থাকা কবিতাগুলোর একটি।

- বিখ্যাত ইতিহাসবিদ দ্য ভেনারেবল বিড (The Venerable Bede) তাঁর লেখা 'Ecclesiastical History of the English People' গ্রন্থে ক্যাডমনের জীবন ও অলৌকিক কবিত্বশক্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন।

- তিনি মূলত একজন অশিক্ষিত গোয়ালা ছিলেন, যিনি স্বপ্নের মাধ্যমে অলৌকিকভাবে কবিতা রচনার ক্ষমতা লাভ করেছিলেন বলে কথিত আছে।

- অন্যদিকে, জিওফ্রে চসারকে (Geoffrey Chaucer) 'ইংরেজি কবিতার জনক' (Father of English Poetry) বলা হয়, তবে তিনি ক্যাডমনের অনেক পরের সময়ের (চতুর্দশ শতাব্দী) কবি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions