Who is considered the 'First Poet' of English Literature?
Solution
Correct Answer: Option B
- ইংরেজি সাহিত্যের প্রাচীনতম এবং নাম জানা প্রথম কবি হলেন ক্যাডমন (Caedmon)।
- তিনি সপ্তম শতাব্দীর একজন অ্যাংলো-স্যাক্সন বা ওল্ড ইংলিশ সময়ের কবি ছিলেন।
- বিখ্যাত 'Hymn of Creation' বা 'সৃষ্টির স্তোত্র' তাঁর রচিত বলেই মনে করা হয়, যা ইংরেজি ভাষার প্রাচীনতম টিকে থাকা কবিতাগুলোর একটি।
- বিখ্যাত ইতিহাসবিদ দ্য ভেনারেবল বিড (The Venerable Bede) তাঁর লেখা 'Ecclesiastical History of the English People' গ্রন্থে ক্যাডমনের জীবন ও অলৌকিক কবিত্বশক্তি সম্পর্কে বর্ণনা দিয়েছেন।
- তিনি মূলত একজন অশিক্ষিত গোয়ালা ছিলেন, যিনি স্বপ্নের মাধ্যমে অলৌকিকভাবে কবিতা রচনার ক্ষমতা লাভ করেছিলেন বলে কথিত আছে।
- অন্যদিকে, জিওফ্রে চসারকে (Geoffrey Chaucer) 'ইংরেজি কবিতার জনক' (Father of English Poetry) বলা হয়, তবে তিনি ক্যাডমনের অনেক পরের সময়ের (চতুর্দশ শতাব্দী) কবি।