Who is known as the 'Father of English Prose' in the Middle English period?
Solution
Correct Answer: Option B
- মিডেল ইংলিশ পিরিয়ডের একজন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক জন উইক্লিফকে 'Father of English Prose' বা ইংরেজি গদ্যের জনক বলা হয়।
- তিনি প্রথম লাতিন ভাষা থেকে বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করার উদ্যোগ নেন, যা সাধারণ মানুষের কাছে ধর্মগ্রন্থকে সহজবোধ্য করে তোলে।
- তার এই অনুবাদের ভাষা এবং গদ্যশৈলী ইংরেজি গদ্য সাহিত্যের বিকাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল।
- অন্যদিকে জিওফ্রে চসারকে বলা হয় 'Father of English Poetry' বা ইংরেজি কবিতার জনক।
- উইলিয়াম ক্যাক্সটন হলেন সেই ব্যক্তি যিনি ইংল্যান্ডে প্রথম ছাপাখানা (Printing Press) চালু করেন।
- স্যার টমাস ম্যালরি বিখ্যাত তার 'Morte d'Arthur' নামক গদ্যে লেখা আর্থারিয়ান রোম্যান্সের জন্য।