Solution
Correct Answer: Option B
- কাইনউলফ (Cynewulf) ছিলেন ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো-স্যাক্সন যুগের একজন অন্যতম কবি।
- তিনি মূলত ধর্মীয় কবিতা লিখতেন।
- তাঁর কবিতার বিষয়বস্তু ছিল যিশু খ্রিস্ট এবং সাধু-সন্তদের জীবনী।
- তাঁর রচিত বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে Juliana, Elene, The Fates of the Apostles এবং Christ।
প্রশ্নে উল্লেখিত ‘The Lives of Saints’ মূলত সাধুদের জীবনীভিত্তিক তাঁর রচনাবলীকে নির্দেশ করে।