Solution
Correct Answer: Option B
চাল কুমড়া = চালের ধরে যে কুমড়া ।
- যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে ।
যেমনঃ
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা ,
- স্মৃতি রক্ষার্তে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি ।