Which African country is known as the 'Rainbow Nation' due to its diverse population and history of apartheid?
A Kenya
B Nigeria
C South Africa
D Ethiopia
Solution
Correct Answer: Option C
- ১৯৯৪ সালে সকল বর্ণের জনগণের অংশগ্রহণে সাধারণ নির্বাচনে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।
- তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দক্ষিণ আফ্রিকাকে 'রেইনবো নেশন' হিসেবে অভিহিত করেন।
- রংধনুর সাত রঙের সুষম সম্মিলনের মতো করে তিনি জাতিগত বৈচিত্র্যের দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন।
- আর 'রেইনবো নেশন' শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু।