Which African country is known as the 'Rainbow Nation' due to its diverse population and history of apartheid?

A Kenya

B Nigeria

C South Africa

D Ethiopia

Solution

Correct Answer: Option C

- ১৯৯৪ সালে সকল বর্ণের জনগণের অংশগ্রহণে সাধারণ নির্বাচনে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।
- তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দক্ষিণ আফ্রিকাকে 'রেইনবো নেশন' হিসেবে অভিহিত করেন।
- রংধনুর সাত রঙের সুষম সম্মিলনের মতো করে তিনি জাতিগত বৈচিত্র্যের দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে ঐক্যের সুর প্রতিধ্বনিত করতে চেয়েছেন।
- আর 'রেইনবো নেশন' শব্দটি প্রথম প্রয়োগ করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ধর্মযাজক ডেসমন্ড টুটু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions