Solution
Correct Answer: Option A
'পঞ্চভূত' ( ১৮৯৭ ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ , এই প্রবন্ধগুলি সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়রি' নামে ছাপা হয় । ক্ষিতি, স্রোতস্বিনী, দীপ্তি, সমীর অ গগণ এই পাঁচটি চরিত্রের মধ্যে আলোচনা রীতিতে গভীর বিশ্লেষণ । রবীন্দ্র গদ্যরচনায় এই গ্রন্থটি বিশিষ্ট স্থান দাবি করে ।