Solution
Correct Answer: Option B
জমি পরিমাপের বিভিন্ন এককঃ
• ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট = ১০০ অযুতাংশ = ৪৮.৪০ বর্গগজ =৪০.৪৬ বর্গমিটার = ১০০০ বর্গলিংক।
• ১ একর = ১০০ শতাংশ = ৪৮৪০ বর্গগজ = ৪৩,৫৬০ বর্গফুট = ১,০০,০০০ বর্গলিংক।
• ১ কাঠা (দেশীয় হিসেবে) = ১.৬৫ শতাংশ (প্রায়) = ৮০ বর্গগজ = ৭২০ বর্গফুট।
• ১ বিঘা (দেশীয় হিসেবে) = ৩৩ শতাংশ = ১৬০০ বর্গগজ = ১৪৪০০ বর্গফুট।