বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে?
Solution
Correct Answer: Option B
- পৃথিবীর প্রায় সকল লিপিই ফিনিশিয় লিপি থেকে উদ্ভব হয়েছে।
- প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে।
- লিপি হচ্ছে লিখন পদ্ধতি।
- এ ভারতীয় লিপির রূপ ২টি।
যথা:
১) ব্রাহ্মী লিপি
২) খরোষ্ঠী লিপি।
- ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে ৩টি রূপ ধারণ করে।
যথা:
- সারদা,
- নাগর ও
- কুটিল।
- ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে।