ক)
2 km.
খ)
3 km.
গ)
4 km.
ঘ)
1 km.
ঙ)
U
Solution:
একজন সাইক্লিস্ট/ সাইকেল আরোহী 10.00 টার সময় বাড়ি থেকে বের হয়ে 7 km দূরে স্কুলে যায় । সাইকেলের
চাকা লিক হবার পূর্ব পর্যন্ত সে ঘন্টায় 10 km যায়, বাকী রাস্তা সে সাইকেল ঠেলে/ধাক্কাতে ধাক্কাতে ঘন্টায় 3 km যায় । সে
স্কুলে 11.10 এ পৌছায় । সে কত দূরে হেঁটে ছিলো ?
মনে করি, সে x কিমি হেঁটে যায় ।
তাহলে, সে সাইকেল চালিয়ে যায় = (7 - x) km
স্কুলে পৌছাতে যে সময় নেয় (11.10 - 10.00) = 1 ঘন্টা
10 মিনিট = \(1\frac{{10}}{{60}} = 1\frac{1}{6} = \frac{7}{6}\) ঘন্টা
প্রশ্নমতে, \(\frac{x}{3} + \frac{{7 - x}}{{10}} = \frac{7}{6}\) [ দূরত্ব/বেগ = মোট সময় ]
=> \(\frac{{10x + 3(7 - x)}}{{30}} = \frac{7}{6}\)
=> 10x + 21 - 3x = \(\frac{{7 \times 30}}{6}\) => 7x + 21 = 35
=> 7x = 35 - 21 => 7x = 14 x = 2
অর্থাৎ সে 2 km হেঁটে যায় ।
ক)
20 minutes
খ)
28 minutes
গ)
33 minutes
ঘ)
38 minutes
ঙ)
U
Solution:
বেলার একটি কাজ করতে 1 ঘন্টা সময় লাগে যেখানে হেনা সময় লাগে 40 মিনিট । একদিন দুইজনে একসাথে
12 মিনিট কাজ করার পরে বেলা কাজ ফেলে চলে গেল । যদি বাকী কাজ হেনা শেষ করে তবে, হেনার কত সময় লাগবে ?
Bela 60 মিনিটে করে = 1 টি কাজ
Bela 1 মিনিটে করে = 1/60 অংশ
আবার, Hena 40 মিনিটে করে = 1 টি কাজ
Hena 1 মিনিটে করে = 1/40 অংশ
Bela এবং Hena একত্রে 1 মিনিটে করে কাজের
= \((\frac{1}{{60}} + \frac{1}{{40}}) = (\frac{{2 + 3}}{{120}}) = \frac{5}{{120}} = \frac{1}{{24}}\) অংশ কাজ
Bela এবং Hena একত্রে 12 মিনিটে করে কাজের = \(\frac{{12}}{{24}} = \frac{1}{2}\) অংশ কাজ
কাজ বাকি থাকে = \((1 - \frac{1}{2}) = \frac{1}{2}\) অংশ কাজ
এখন, Hena 1 বা সম্পূর্ণ কাজ করে = 40 মিনিটে
Hena \(\frac{1}{2}\) বা সম্পূর্ণ কাজ করে = \(\frac{{40}}{2}\) = 20 মিনিটে ।
ক)
10 hours
খ)
15 hours
গ)
7.5 hours
ঘ)
12.5 hours
ঙ)
U
নৌকার বেগ প্রতি ঘন্টায় 10 km (kph) এবং স্রোতের বেগ ঘন্টায় 5 km (kph). একটি নৌকা স্রোতের
অনুকূলে 5 ঘন্টা ভ্রমণ করে আবার পূর্বের জায়গায় ফিরে আসে । নৌকাটির ফিরে আসতে কত সময় লাগে ?
স্রোতের অনুকূলে, নৌকার বেগ + স্রোতের বেগ = (10 + 5) = 15 km/h
আবার, স্রোতের প্রতিকূলে,
নৌকার বেগ - স্রোতের বেগ = (10 - 5) = 5 km/h
এখন, স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় = 15 km
স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যায় = (15 \( \times \) 5)
= 75 km
তাই, স্রোতের প্রতিকূলে 5 km পথ অতিক্রম করে = 1 ঘন্টায়
স্রোতের প্রতিকূলে 75 km পথ অতিক্রম করে = 75/5
= 15 ঘন্টায়
ক)
Tk. 2,200
খ)
Tk. 540
গ)
Tk. 2,700
ঘ)
Tk. 3,780
ঙ)
U
Solution:
জেরিন পাইকারি জুয়েলারি ব্যবসা শুরু করলো । সে প্রতিদিন 36টি ব্রেসলেট তৈরী করে এবং প্রতি ডজন 180 টাকা
দরে স্থানীয় দোকানে বিক্রি করে । সে যদি সপ্তাহে 5 দিন ব্যবসা করে তবে তার লাভ কত হবে ?
Zerin 1 দিনে তৈরী করে 36 টি Bracelet
Zerin 5 দিনে তৈরী করে = (36 \( \times \) 5)
= 180 টি Bracelet
আবার, 12 টিতে হয় = 1 ডজন
180 টিতে হয় = 180/12 = 15 ডজন
এখন, 1 ডজন Bracelet এর দাম = 180 টাকা
15 ডজন Bracelet এর দাম = (180 \( \times \) 15 )
= 2,700 টাকা
ক)
10%
খ)
12.5%
গ)
-12%
ঘ)
25%
ঙ)
U
এক ব্যক্তি 25% পরিমাণের উপর 10% লাভ করে এবং বাকী পরিমাণের উপর 20% ক্ষতি হয় ।
সম্পূর্ণ পরিমাণের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
ধরি, 100 টি পণ্যের ক্রয়মূল্য 100 টাকা
25 টি পণ্যে 10% করে লাভ করলে বিক্রয়মূল্য
= (25 + 25 এর 10%) টাকা
= (25 + \(\frac{{25 \times 10}}{{100}}\) ) = 27.5 টাকা
আবার, বাকি (100 - 25) = 75 টি পণ্য 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হবে = (75 - 75
এর 20%) টাকা = (75 - \(\frac{{75 \times 20}}{{100}}\) ) = 60 টাকা
অতএব, মোট বিক্রয়মূল্য হয় = 60 + 27.5 = 87.5 টাকা
কিন্তু, ক্রয়মূল্য = 100 টাকা
শতকরা ক্ষতি হয় = 100 - 87.5 = 12.5 টাকা ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
ক)
4
খ)
5
গ)
6
ঘ)
7
ঙ)
U
Solution:
যদি n কে 7 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ 2 হয় । n এর তিনগুণকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত
হবে ?
ধরি, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে এরকম সংখ্যা 9, 16, 23
কারণ, 7) 9 ( 1 7) 16 ( 2 7) 23 (3
7 14 21
__________ ___________ ____________
2 2 2
এখন, n এর 3 গুণ মানে হচ্ছে = 3 \( \times \) 9 = 27
= 3 \( \times \) 16 = 48
= 3 \( \times \) 23 = 69
ফলে এখন, 7) 27 (3 7) 48 (6 7) 69 (9
21 42 63
__________ __________ ____________
6 6 6
ফলে ভাগশেষ থাকবে 6.
ক)
18m
খ)
17m
গ)
16m
ঘ)
15 m
ঙ)
U
Solution:
একটি 4 মিটার উঁচু গাছের ছায়া 6.5 মিটার হলে 26 মিটারের ছায়ার একটি বাড়ির দৈর্ঘ্য কত হবে ?
প্রশ্নটির তথ্যগুলোকে পাশের চিত্রে বসিয়ে Similar Triangle এর নিয়ম অনুসারে পাইঃ
গাছের উচ্চতা/গাছের ছায়ার দৈর্ঘ্য = বাড়ির উচ্চতা/বাড়ির ছায়ার দৈর্ঘ্য
=> \(\frac{4}{{6.5}} = \frac{h}{{26}}\) h = 16
Alternative Solution:
ছায়ার দৈর্ঘ্য 6.5 মিটার হলে গাছের দৈর্ঘ্য হয় = 4 মিটার
ছায়ার দৈর্ঘ্য 1 মিটার হলে গাছের দৈর্ঘ্য হয় = 4/6.5 মিটার
ছায়ার দৈর্ঘ্য 26 মিটার হলে বাড়ির দৈর্ঘ্য হয় = \(\frac{{4 \times 26}}{{6.5}}\) = 16 মিটার
ক)
50
খ)
80
গ)
100
ঘ)
125
ঙ)
U
Solution:
একটি বৃত্তাকার Logo কে একটি পাত্রের ঢাকনা আটাকনোর জন্য বড় করা হলো । নতুন ব্যাস মূল ব্যাসের 50% বেড়ে গেলে
Logo ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ?
মনে করি, বৃত্তের ব্যাস 20 একক
ব্যাসার্ধ হবে = 20/2 = 10 একক
বৃত্তের ক্ষেত্রফল \(\pi \)r2 = \(\pi \) (10)2 = \(\pi \) \( \times \) 100
= 100\(\pi \) বর্গএকক
ব্যাসার্ধ হবে = 30/2 = 15 একক
নতুন ক্ষেত্রফল = \(\pi \) (15)2 = \(\pi \) \( \times \) 225
= 225\(\pi \) বর্গএকক
বৃদ্ধি পায় (225\(\pi \) - 100\(\pi \) ) = 125\(\pi \) বর্গএকক
অর্থাৎ বৃদ্ধির পরিমাণ = 125%
Shortcut: A + B + \(\frac{{A \times B}}{{100}}\) = 50 + 50 + \(\frac{{50 \times 50}}{{100}}\)
= 125 . [এখানে A = B = 50% ]
ক)
8
খ)
7
গ)
6
ঘ)
9
ঙ)
U
Solution:
যদি \(\sqrt m + \sqrt {m - 5} = 5,\) হয় তবে m এর মান কত ?
দেওয়া আছে, \(\sqrt m + \sqrt {m - 5} = 5\)
=> \({(\sqrt {m - 5} )^{2\;}} = {(5 - \sqrt m )^{2\;}}\) [বর্গ করে ]
=> m - 5 = 52 - 2.5 \( \times \sqrt m + {(\sqrt m )^{2\;}}\)
=> m - 5 = 25 - \(10\sqrt m + m\)
=> m + \(10\sqrt m - m\) = 30
=> \(10\sqrt m \) = 30
=> \(\sqrt m \) = 3
=> \({(\sqrt m )^{2\;}}\) = 32
m = 9.
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
ক)
11
খ)
22
গ)
24
ঘ)
48
ঙ)
U
Solution:
প্রশ্নে বলা হচ্ছে যে, একদিন বা ২৪ ঘন্টায় একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টায় কাঁটা কতবার সরল রেখায় আসে অর্থাৎ
একে অন্যের বিপরীত দিকে থাকে । যখন ৬টা বাজে তখন মিনিটের কাঁটা ১২ টা বরাবর এবং ঘন্টার কাঁটা ৬ টা বরাবর
আসে এছাড়া আর কখনই এমনটা হয় না । যখন ১২টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের উপরের দিকে
থাকে শুন্য ডিগ্রিতে । তারপর পরের ১২ ঘন্টায় ১১ বার সরল রেখায় আসে । তাহলে ২৪ ঘন্টায় এরকম হয় ২২ বার ।
24 ঘন্টায়
ঘড়ির দুটি কাঁটা
একসাথে (Coincide) বা একে অন্যের উপরে থাকবে অর্থাৎ 0o কোণ । যেমনঃ ১২ টা ।
22 বার
Straight বা একে অন্যের উল্টাদিকে থাকবে অর্থাৎ 180o কোণ । যেমনঃ ৬ টা ।
এক সমকোণ বা Right angle এ থাকবে । যেমনঃ ৩টা ।
44 বার
Acute বা Obtuse অর্থাৎ সূক্ষ্ম বা স্থুলকোণ থাকবে (২টা বা ৫টা )
ঘড়ির কাঁটা একদিনে অর্থাৎ 24 ঘন্টায় মোট কত বার Straight line অর্থাৎ একটা আরেকটার উল্টা দিকে থাকবে ।
এখানে Straight বা একে অন্যের উল্টাদিকে থাকবে মানে হলোঃ 180o কোণ । যেমনঃ ৬টা ।
ক)
V
খ)
X
গ)
W
ঘ)
Y
ঙ)
U
Solution:
বিলুপ্ত অক্ষরটি খুঁজে বের করুন ?
বক্সে উপরের সারিতে A এর পরে B ও C . এই দুইও অক্ষর পরে D এবং D এর পরে E ও F এই দুই
অক্ষর পরে G আছে । মধ্যের সারিতে আছে D এর পরে E, F, G, H এই চার অক্ষর বাদে I আছে এবং I
এর পরে J, K, L, M এই চার অক্ষর বাদে N আছে ।
নিচের সারিতে I এর পরে J, K, L, M, N, O এই ছয় । 6 অক্ষর Q, R, S, T, U, V বাদে W হবে ।
তাই উত্তর হবে c).
ক)
Between you and I, doubt that he will come.
খ)
Between you and me, I doubt that he will come.
গ)
Between you and I, doubt that he will come.
ঘ)
Between you and me, I doubt that he would come.
ঙ)
U
Solution:
Between you & me versus Between you & I.
পাঠক, পরীক্ষার হলে কিংবা বন্ধু-বান্ধবের আড্ডায় এই Topic টি নিয়ে প্রায়ই তর্ক-বিতর্ক হয় ।
আসলে Between you & me হবে, নাকি Between you & I হবে, সেটি নিয়ে অনেকের মধ্যেই Confusion
রয়েছে । আসুন আমরা সঠিক উত্তর জেনে নেই ।
Between হচ্ছে একটি Perposition. ইংরেজি ব্যাকরণে Preposition এরপর অবশ্যই একটি
Indirect object pronoun বসবে । এখানে 'Me' হচ্ছে Subject pronoun. তাই Between এরপরে I না বসে
Me বসবে । উদাহরণঃ
Preposition
Correct
Sentence
Incorrect
Sentence
1)
With
She went
with me
She went
With I
2)
From
This is f
from me
This is
from I
সেই হিসেবে a) ও c) বাদ । আর d) বাদ এই কারণে যে, বাক্যে
Doubt এরপর Simple present tense বসে । তাই একমাত্র সঠিক উত্তর b).
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন