‘The Travels of Sir John Mandeville’ is a masterpiece of which genre?
A Prose
B Poetry
C Drama
D Fiction
Solution
Correct Answer: Option A
- The Travels of Sir John Mandeville’ হলো মধ্যযুগের (চতুর্দশ শতাব্দীর) একটি বিখ্যাত ভ্রমণকাহিনী।
- এটি মূলত Prose বা গদ্য আকারে রচিত।
- গ্রন্থটি সেসময় অত্যন্ত জনপ্রিয় ছিল এবং ইংরেজি গদ্য সাহিত্যের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি লেখকের প্রাচ্য দেশ ভ্রমণের কাল্পনিক ও বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ।