Poetry that does not have a regular meter or rhyme scheme is called?
Solution
Correct Answer: Option B
- যে কবিতায় কোনো নির্দিষ্ট ছন্দ (Meter) বা অন্তমিলের (Rhyme scheme) বাধ্যবাধকতা থাকে না, তাকে Free Verse বা মুক্তছন্দ বলা হয়।
- এটি অনেকটা স্বাভাবিক কথাবার্তার ছন্দে লেখা হয়।
- আধুনিক যুগে ডব্লিউ. বি. ইয়েটস, টি. এস. এলিয়ট এবং ওয়াল্ট হুইটম্যানের কবিতায় এর বহুল ব্যবহার দেখা যায়। অন্যদিকে, সনেট বা লিমেরিকের নির্দিষ্ট গঠন ও মিলবিন্যাস থাকে।