Who led the Muslim conquest of Bengal in 1204 AD, marking the beginning of Muslim rule in the region?
A Shamsuddin Ilyas Shah
B Ikhtiyar Uddin Muhammad Bin Bakhtiyar Khalji
C Alauddin Husain Shah
D Ghiyasuddin Iwaj Shah
Solution
Correct Answer: Option B
- বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।
- তিনি ছিলেন জাতিতে তুর্কি, বংশে খলজি এবং আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গ এর অধিবাসী।
- ১২০৪ সালে তিনি মাত্র ১৮ জন অশ্বারোহী সৈন্য নিয়ে সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা (নদিয়া) জয় করেন।
- বখতিয়ার খলজির এই বিজয়ের মাধ্যমেই বাংলায় মধ্যযুগের এবং মুসলিম শাসনের সূত্রপাত ঘটে।
- তিনি বাংলার প্রথম মুসলিম শাসক হিসেবে লখনৌতি বা গৌড়ে তার রাজধানী স্থাপন করেন।