[ Read the following questions carefully and choose the right answer. ]
The scientist who first discovered that the earth revolves round the sun was
A Newton
B Dalton
C Copernicus
D Einstein
Solution
Correct Answer: Option C
নিকোলাস কোপারনিকস ছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিদ । তিনি প্রথম সৌরকেন্দ্রিক মতবাদ প্রবাদ প্রদান করেন । তাঁর মতবাদটি হচ্ছে "সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তাঁর চারদিকে ঘুরে চলেছে ।" কিন্তু তৎকালীন প্রভাবশালী খ্রিষ্টান যাজকগণ এ মতামত অস্বীকার করে এবং কোপারনিকসকে আগের মতবাদ স্বীকার করতে বাধ্য করে । পরবর্তী কোপারনিকসের ছাত্র জিয়োর্দানো ব্রুনো শিক্ষকের সৌরকেন্দ্রিক মতবাদ প্রচার করলে ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ।