নোবেল বিজয়ী সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল পেশায় কী ছিলেন?
Solution
Correct Answer: Option D
- বার্ট্রান্ড রাসেল (১৮৭২–১৯৭০) ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ ও গণিতজ্ঞ।
- তিনি পেশায় মূলত গণিতজ্ঞ ও দার্শনিক হওয়া সত্ত্বেও ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- নোবেল কমিটি তাঁর মানবিক আদর্শ ও চিন্তার স্বাধীনতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেয়।
- তাঁর লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে 'The Principles of Mathematics', 'The Problems of Philosophy' এবং 'Marriage and Morals' উল্লেখযোগ্য।