কোন প্রকারের বাক্যের মধ্য দিয়ে প্রবল অনুভূতি প্রকাশ করা হয় ?
Solution
Correct Answer: Option B
- যে Sentence দ্বারা বিস্ময়, প্রবল অনুভূতি বা মনের আবেগ প্রকাশ করা হয় তাকে Exclamatory Sentence বা বিস্ময়সূচক বাক্য বলা হয়।
- সাধারণত এ ধরনের বাক্যের শেষে (!) চিহ্ন ব্যবহৃত হয়।
Example: What a beautiful day!
→ অর্থ: কী সুন্দর দিন!