Solution
Correct Answer: Option B
⇒ Charles Lamb-এর কলমনাম হলো Elia।
⇒ Charles Lamb ছিলেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত essayist। তিনি ছিলেন একজন ইংরেজ প্রাবন্ধিক, কবি ও সমালোচক।
⇒ তাঁর বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: The Last Essays of Elia, Tales from Shakespeare, এবং Essay of Elia।
⇒ “Elia” নামটি তিনি প্রবন্ধ লেখার জন্য ব্যবহার করতেন, যা তাঁর স্বতন্ত্র লেখনীর পরিচয় বহন করে।