[ Fill in the blank with right option. ]
_ some employers oppose the very existence of unions, many theorists stress the necessity of unions.
A Because
B Due to
C However
D Although
Solution
Correct Answer: Option D
Oppose- বিরোধিতা করা; বিরোধী হওয়া । Due to- কারণ বশত । Although- দ্বারা একটি বাক্যের দুটি অংশ যুক্ত হয় । বাক্যের ঐ অংশ বিপরীতমুখী দুটি অবস্থান দেখায় । যেমন উপরিউক্ত বাক্যের প্রথম অংশে Trade Union এর বিরোধীতা করছে একটি দল । পরের অংশে Trade Union এর পক্ষে কথা বলছে আরেকটি দল । এই রকম বিপরীত ভাব প্রকাশক একটি বাক্যের দুটি অংশকে যুক্ত করে Although.
বাক্যের অর্থঃ যদিও কিছু কর্মীগণ ইউনিয়ন থাকা বিরোধীতা করছে, অনেক পণ্ডিত ব্যক্তিগণ এটা রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন ।