[ Read the following questions carefully and choose the right answer. ]
Rahima can row 16 km/hr in still water. It takes her thrice as long to row up as to row down the river . Find the difference between her speed in still water and that of the stream .
Solution
Correct Answer: Option A
প্রশ্নে বলা হচ্ছে, স্থির পানিতে রহিমা 16 kmph বেগে যেতে পারে । স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার তিঙ্গুণ সময় লাগবে । স্থির পানিতে তার বেগ ও স্রোতের বেগের পার্থক্য ?
ধরি, স্রোতের বেগ x kmph
স্রোতের অনুকূলে বেগ = ( 16+x ) kmph
এবং স্রোতের প্রতিকূল বেগ = ( 16-x ) kmph
প্রশ্নমতে, 16 + x = 3 ( 16-x )
=> 16+x = 48 - 3x
=> x + 3x = 48 - 16 = 32
=> 4x = 32
x = 8
অতএব, স্রোতের বেগ 8 kmph
স্থির পানিতে নৌকার বেগ/ নিজের সাঁতরানোর বেগ ও স্রোতের বেগের পার্থক্য = 16 - 8 = 8 kmph