Aesop's Fables অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?

A বেতাল পঞ্চবিংশতি

B শকুন্তলা

C বর্ণপরিচয়

D কথামালা

Solution

Correct Answer: Option D

- বিদ্যাসাগরের 'কথামালা' গ্রন্থটি মূলত ঈশপের গল্প (Aesop's Fables) অবলম্বনে রচিত, যা নীতিশিক্ষামূলক গল্পের একটি সংকলন।
- তাঁর রচিত 'বেতাল পঞ্চবিংশতি' হিন্দি 'বৈতাল পচ্চীসী' এবং 'শকুন্তলা' কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' অবলম্বনে রচিত।
- বাংলা ভাষায় 'রবিনসন ক্রুসো'-র প্রথম অনুবাদ বা ভাবানুবাদ করেন লেখক ব্রজমোহন দত্ত, বিদ্যাসাগর নন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions